এক সময় এ এলাকাটি হিন্দু অধুষিত হিসেবে চিন্হিত ছিল। তৎকালিন বৃটিশ শসনামলে অত্র এলাকায় জমিদারী প্রথা বিরাজ ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। চলন বিলের তলদেশে অবস্থিত আমাদের হান্ডিয়াল ইউনিয়ন। ইতিহাস খঁজলে দেখা যয় এক সময় এখাকনেবিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোক বাস করত।ব সেই সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রচুর হাড়ি ব্যবহার করত। সেই থেকে অত্র ইউনিয়কেনর নাম করন করা হয় হাড়িয়াল। হাড়িয়াল থেকে পর্যায়ক্রমে হ্যান্ডোয়াচ এবং বর্তমান নাম হান্ডিয়াল। তৎকালিন বৃটিশ শাসনামলে ১/৩ অঙশ নীল চাষ হত এখানে য়ার স্বাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে কুঠিবাড়ী নামে ক্ষ্যাত জগৎ শেঠকে দেওয়া লট ক্লাইভের বাংলো। ১৮৪৫ সাল পর্যন্ত এখানে থানা সদর ছিল। তৎপূর্বে আর্কস্মিক এক ভুমিকম্পে নির্মাণ কাঠামো সম্পূন্ন ধসে পড়লে থানা সদর স্থানান্তর করা হয় চাটমোহর। হান্ডিয়ালে রয়েছে বাংলাদেশের সবচেয় পুরাতন জগন্নাথ মন্দির ো সপ্তদশ শতাব্দীতে ইসলাম ধর্ম প্রচার করতে আসা বুড়াপীর খ্যাত শাহ মোখলেছুর রহমান (রাঃ) এর মাজার শরীফ। দুটি স্থানেই দুর দুরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের আগমন চোখে পরার মত। সম্প্রতি হান্ডিয়ালের উত্তর পার্শ্ব দিয়ে তৈরী হয়েছে বনপাড়া-সিরাজগঞ্জের অত্যাধুনিক বিশ্ব রোড।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS