পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ হান্ডিয়াল ইউনিয়নবাসী কথা বলে। তন্মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই গেলু না কে?’ এটাকে হান্ডিয়াল ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই গেলু লয় কে?’ ছাইকোলা ইউনিয়নে মোট ২০টি সাংস্কৃতিক সংগঠণ/ক্লাব রয়েছে। এগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। সংগঠণ/ক্লাবগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ ০১।মুক্ত বাংলা নাট্য গোষ্ঠী,হান্ডিয়াল, চাটমোহর, পাবনা। ০২। সোনারতরী নাট্য গোষ্ঠী, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা। ০৩। বল্লভপুর দূর্ববার সংঘ, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা। ০৪। হান্ডিয়াল পূর্ব বাজার যুব ক্লাব,হান্ডিয়াল, চাটমোহর, পাবনা। ০৫। হাসুপুর সমবায় সমিতি, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা। ০৬। নবীন যুব উন্নয়ন ক্লাব। ০৭। সাবিক বহুমুখী সমবায় সমিতি। ০৮। হান্ডিয়াল শিক্ষক সমিতি ০৯। বেজ পাটিয়াতা যুব ক্লাব। ১০। হান্ডিয়াল শ্রমিক সমিতি। ১১। ভেংড়ী কৃষক শ্রমিক সংঘ। ১২। হান্ডিয়াল পশ্চিম পাড়া মিস্ত্রি সংঘ। ১৩। একতা সংঘ ১৪। সূয্য তরুন সংঘ। চাটমোহর, পাবনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS