Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

ইউনিয়নের নাম করণ -

 

এক সময় এ এলাকাটি হিন্দু অধুষিত হিসেবে চিন্হিত ছিল। তৎকালিন বৃটিশ শসনামলে অত্র এলাকায় জমিদারী প্রথা বিরাজ ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। চলন বিলের তলদেশে অবস্থিত আমাদের হান্ডিয়াল ইউনিয়ন। ইতিহাস খঁজলে দেখা যয় এক সময় এখাকনেবিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোক বাস করত।ব সেই সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রচুর হাড়ি ব্যবহার করত। সেই থেকে অত্র ইউনিয়কেনর নাম করন করা হয় হাড়িয়াল। হাড়িয়াল থেকে পর্যায়ক্রমে হ্যান্ডোয়াচ এবং বর্তমান নাম হান্ডিয়াল। তৎকালিন বৃটিশ শাসনামলে ১/৩ অঙশ নীল চাষ হত এখানে য়ার স্বাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে কুঠিবাড়ী নামে ক্ষ্যাত জগৎ শেঠকে দেওয়া লট ক্লাইভের বাংলো। ১৮৪৫ সাল পর্যন্ত এখানে থানা সদর ছিল। তৎপূর্বে আর্কস্মিক এক ভুমিকম্পে নির্মাণ কাঠামো সম্পূন্ন ধসে পড়লে থানা সদর স্থানান্তর করা হয় চাটমোহর। হান্ডিয়ালে রয়েছে বাংলাদেশের সবচেয় পুরাতন জগন্নাথ মন্দির ো সপ্তদশ শতাব্দীতে ইসলাম ধর্ম প্রচার করতে আসা বুড়াপীর খ্যাত শাহ মোখলেছুর রহমান (রাঃ) এর মাজার শরীফ। দুটি স্থানেই দুর দুরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের আগমন চোখে পরার মত। সম্প্রতি হান্ডিয়ালের উত্তর পার্শ্ব দিয়ে তৈরী হয়েছে বনপাড়া-সিরাজগঞ্জের অত্যাধুনিক বিশ্ব রোড।

 

ভৌগলিক অবস্থান-

হান্ডিয়াল ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে উত্তর দক্ষিণ বরাবর গুমানী নদী ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে কাঁটা নদী নামে পরিচিত করতোয়া। অত্র ইউনিয়নই পাবনা,নাটোর ও সিরাগঞ্জের মিলন স্থল।

 

ক) নাম : ১নং হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন : ৩৭.৪৫ বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা:  পুরুষ- ১৫১১৫ জন

                     মহিলা- ১৪২০৩ জন

ঘ) গ্রামের সংখ্যা: ৩৮টি

ঙ) মৌজার সংখ্যা: ২২টি

চ) হাট/বাজারের সংখ্যা-২টি

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, বাস,ভেন,নৌকা, ইজি বাইকের মাধ্যমে

জ) শিক্ষার হার: ৬৫%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৫টি

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৮টি

ট) উচ্চ বিদ্যালয়- ৩টি নিম্ন মাধ্যমিক-১টি(জুনিয়র স্কুল ৩টি)

ঠ) জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই

ড) মাদ্রাসা-৪টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ রবিউল করিম বি,এ

ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২টি

ত) ঐতিহাসিক পর্যটন স্থান-২টি

থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ২০০১ইং

দ) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১

            প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

ধ)গ্রাম সমূহের নাম

  বল্লভপুর,হান্ডিয়াল, মাসকাটা, নলডাঙ্গা, স্থল, মারিয়া স্থল, বহিরগাতি, বাঘলবাড়ী, বাঘলবাড়ী কৈ, বৃরায়নগর, রায়নগর, কেশবপুর, গগনপুর, হাঁসুপুর, বড়বেলাই, ছোটবেলাই,চরএনায়েতপুর, চরকাজীপুর, চরনবীন, নবীন, পাকপাড়া, পানাকুড়া, খারপুকুর, দরাপপুর, ডেফলচড়া, জগন্নাথপুর, পাটিয়াতা, সিদ্ধিনগর, হোসেনপুর, ছয়ঘাটি, বেজপাটিয়াতা।  

ন)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ৯